বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ । এসএসসি খাতা পুন নিরীক্ষণ ২০২৪

এসএসসি ২০২৪ ব্যাচের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু ফলাফলের ক্ষেত্রে অনেকের কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ জানতে চেয়ে থাকেন।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ । এসএসসি খাতা পুন নিরীক্ষণ ২০২৪” এ।

আরও পড়ুনঃ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

আজকের পোষ্টে আমরা, বোর্ড চ্যালেঞ্জ কি, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪, বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনঃনিরীক্ষণ কিভাবে করা হয়, বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল প্রকাশের তারিখ সহ এ সম্পর্কে বিস্তারিত জানবো।

বোর্ড চ্যালেঞ্জ কি

খাতা পুন নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে কোনও পাবলিক পরীক্ষার (যেমনঃ এসএসসি, এইচএসসি) ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীর মন মতো ফলাফল না হলে অথবা এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য বা ফেল আসলে রেজাল্ট পুনর্বিবেচনা করার জন্য বোর্ডে আবেদন করাকেই বোর্ড চ্যালেঞ্জ বলে।

অর্থাৎ একজন শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার ফলাফল তার পরীক্ষা অনুযায়ী সন্তোষজনক না হলে অথবা ফেল করলে বোর্ডের নির্ধারিত সময় এবং নিয়ম অনুযায়ী খাতা পুন নিরীক্ষণ করার জন্য বোর্ড চ্যালেঞ্জ কিংবা বোর্ডে আবেদন করা যায়।

তবে এর জন্য কিছু নিয়ম আছে। এক্ষেত্রে আপনি যদি এসএসসি ২০২৪ ব্যাচের হয়ে থাকেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ মেনে আপনাকে আবেদন করতে হবে।

তবে প্রতি বছর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এই বিষয়ে বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে আপনাকে এসএসসি পরীক্ষার ফলাফলের পরে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুন নিরীক্ষণ এর আবেদন করতে হবে।

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪

বোর্ড রেজাল্ট প্রকাশের পর সকল বোর্ডের সমন্বয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে, এসএসসি বোর্ড পরীক্ষার নিয়ম এবং নির্ধারিত তারিখ সহ আবেদন ফি দেওয়ার প্রসেস উল্লেখ থাকে।

তবে প্রত্যেক বছর একই নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম মেনেই করতে হয়। তাই চলুন খুব সহজেই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে যা যা প্রয়োজনঃ

  • পাবলিক পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার।
  • একটি টেলিটক প্রিপেইড সিম।
  • বোর্ড নির্ধারিত মূল্য ফি। (সিমের ব্যালেন্সে থাকতে হবে)।
  • যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ কিংবা খাতা পুন নিরীক্ষণ করবেন সেই বিষয়ের সাবজেক্ট কোড নাম্বার।

আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার সহজ কৌশল

এবার আপনার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। তাহলে চলুন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ জেনে নেওয়া যাক।

  • টেলিটক সিম এর মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিতে হবে।
  • আপনার শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর বড় হাতে লিখে স্পেস দিতে হবে।
  • এবার শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার রোল নাম্বার লিখে স্পেস দিতে হবে।
  • এবার যে যে বিসয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে আগ্রহী সেসব বিষয়ের সাবজেক্ট কোড লিখতে হবে।
  • এক্ষেত্রে একাধিক সাবজেক্ট হলে (,) দিয়ে দিয়ে সবগুলি বিষয়ের সাবজেক্ট কোড লিখতে হবে।
  • এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে

উপরের মেসেজটি এরকম হবে RSC DHA 161423 174,175 (এই মেসেজটি একটি নমুনা মেসেজ। আপনি আপনার সকল তথ্য দিয়ে মেসেজটি লিখবেন।

উপরের নিয়ম অনুযায়ী আপনি আপনার টেলিটক সিম থেকে মেসেজটি সঠিক ভাবে করার পরে একটি ফিরতি এসএমএস আসবে।

ফিরতি এসএমএস এ টোটাল কত টাকা কেটে নিবে তা জানিয়ে একটি কোড নাম্বার বা পিন দিবে।

আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ এর আবেদনটি সফল ভাবে সম্পন্ন করতে চান তাহলে আবার একটি মেসেজ পাঠাতে হবে।

চলুন দেখে নেওয়া যাক এসএসসি বোর্ড চ্যালেঞ্জ সম্পন্ন করার এসএমএস করার নিয়মঃ

  • এক্ষেত্রে একাধিক বিষয়ে হলে কমে(,) চিহ্ন দিয়ে দিয়ে সবগুলি সাবজেক্টের সাবজেক্ট কোড লিখতে হবে।
  • পুনরায় টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিন।
  • এরপর Yes লিখে স্পেস দিন।
  • এরপর ফিরতি এসএমএস এ আসা গোপন PIN টি লিখে স্পেস দিন।
  • এরপর আপনার ব্যক্তিগত যেকোনো একটি সচল মোবাইল নাম্বার লিখুন।
  • এবার মেসেজটি চেক করে সঠিক ভাবে সব লিখছেন কি না তা দেখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে

উপরের মেসেজটি এরকম হবে RSC Yes PIN 01700000000 (এই মেসেজটি একটি নমুনা মেসেজ। আপনি আপনার সকল তথ্য দিয়ে বোর্ড চ্যালেঞ্জ সম্পন্ন করতে দ্বিতীয়বার মেসেজটি লিখবেন।

দ্বিতীয় বার সম্মতি দিয়ে মেসেজটি পাঠানোর পরে মেসেজের মধ্যে আপনার যে একটি নাম্বার দিয়েছিলেন সেই সিমে একটি কনফার্মেশন মেসেজ আসবে।

যেখানে উল্লেখ থাকবে যে আপনার বোর্ড চ্যালঞ্জ এর আবেদনটি সফল হয়েছে।

কিভাবে এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করতে হয়

প্রিয় শিক্ষার্থী রেজাল্ট পাবলিশের পর দিন বোর্ড থেকে একটি বার্তায় জানিয়ে দেওয়া হয়। তাই চিন্তা না করে বোর্ডের ওয়েবসাইটে গেলেই বিস্তারিত জানতে পারবে।

বোর্ড চ্যালেঞ্জ করলে মার্কস বাড়ে না কমে এমন প্রশ্ন সবার মধ্যে কাজ করে। মূলত বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুণরায় দেখা হয় না।

আরও পড়ুনঃ কিভাবে ssc রেজাল্ট দেখবো ২০২৪ (নাম্বার সহ মার্কশীট)

প্রথমবার খাতা দেখায় সব প্রশ্নের মার্কস দেওয়া হয়েছে কি না এবং সব মার্কস যোগ হয়েছে কি না তাই দেখা হয় অনেক খাতার মধ্যে কিছু ভূল শিক্ষকদের হতেই পারে।

পরীক্ষা ভালো হলে নিশ্চই বোড চ্যালেঞ্জ করলে পরিবর্তন হবে।

এছাড়াও আপনি চাইলে যেকোনো কম্পিউটারের দোকান থেকে বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সেক্ষেত্রে কম্পিউটারের দোকান থেকে সাবজেক্ট প্রতি ৫০ থেকে ১০০ টাকা ফি নিবে।

আর আপনার নিজের নিজের টেলিটক সিম থাকলে আপনি নিজেও ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমেও বোর্ড চ্যালেঞ্জ এর কাজটি করে নিতে পারেন খুব সহজেই। বিস্তারিত পোষ্টে উল্লেখিত।

বোর্ড চ্যালেঞ্জ করার সময়

এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার পরদিন থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করতে হবে।

তবে ২-১ দিন বাকি থাকতে করা নিরাপদ। অনেক সময় সার্ভার বা নেটওয়ার্ক জনিত সমস্যার কারনে সমস্যা দেখা দেয়।

আরও পড়ুনঃ SSC Result Check 2024 with Marksheet 

সকল বোর্ডে এসএসসি রেজাল্ট ২০২৪ পাবলিশের পর বোর্ড চ্যালেঞ্জ করার নির্ধারিত সময় বেধে দেওয়া হয়।

আপডেট: এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ কিংবা খাতা রিচেক এর জন্য নির্দিষ্ট সময় দিবে বোর্ড। এই পোষ্টে রেজাল্ট পাব্লিশের পরেই আপডেট করে জানিয়ে দেওয়া হবে। এবছর এসএসসি পরীক্ষার্থীদের প্রতি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ এর জন্য ফি বাবদ ১৫০ টাকা ধার্য করা হয়েছেহ্।

উপরের নিয়ম অনুযায়ী আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বা ২-১ দিন হাতে রেখে এসএসসি পরীক্ষা ২০২৪ এর বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারেন।

আমাদের থেকে এসএসসি রেজাল্ট বের করার উপায়

শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীর এসএসসি রেজাল্ট বের করে দিয়ে থাকি। আর এর পুরোটা আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন।

আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে চাইলে নিচের যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন।

আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে নিচে যোগাযোগ করুন

Facebook Page: Dainikkantha
Whatsapp: 01752808514 (Personal Bkash+Nagad)

আমাদের মাধ্যমে রেজাল্ট বের করতে হলে নিচের স্টেপগুলি ফলো করুনঃ 

আপনার বোর্ড নাম, রোল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং পরীক্ষা সাল লিখে মেসেজ করুন। এবং উপরোক্ত নাম্বারে ২০ টাকা সেন্ড মানি করে লাস্ট ৪ সংখ্যা বলুন। 

উল্লেখ্য যে আমাদের মাধ্যমে নাম্বার সহ মার্কশিট বের করার জন্য ২০ টাকা এবং বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সাবজেক্ট প্রতি ৫০ টাকা চার্জ প্রযোজ্য।

বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত FAQS

এসএসসি ২৪ ব্যাচের এসএসসি পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট কবে দিবে?

২০২৪ সালের ১২ মে এসএসসি ২০২৪ ব্যাচের রেজাল্ট প্রকাশ করা হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2024 কবে দিবে?

পরীক্ষা শেষ হয়ার এক সপ্তাহের মধ্যে সাধারণত বোর্ড চ্যালেঞ্জ কার্যক্রম সম্পন্ন হয়।

আর বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল দেয় প্রথমবার ফলাফলের পরবর্তী এক মাসের মধ্যে। এই পোষ্টে আপডেট জানিয়ে দেওয়া হবে।

বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম কি?

টেলিটক সিম থেকে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করতে হবে।

বোর্ড চ্যালেঞ্জ করার সময়ে যে মোবাইল নাম্বার দিবেন সেখানে আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে বোর্ড থেকে।

এই পোষ্টে বিস্তারিত উল্লেখ আছে। আর চাইলে আমাদের থেকেও আপনি বোর্ড চ্যালেঞ্জ করিয়ে নিতে পারেন।

বোর্ড চ্যালেঞ্জ করলে কি মার্কস কমে?

না। কখনোই বোর্ড চ্যালেঞ্জ করলে খাতার মার্কস কমে না। তবে প্রথম বার খাতা দেখার সময় যদি শিক্ষকদের ভুল হয় সেক্ষেত্রে সকল নাম্বার আবার যোগ করে এবং সকল প্রশ্নের উত্তরে মাক্রস দেওয়া হয়েছে কি না তাই চেক করে আপডেট করা হয়।

বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি এই পোষ্ট থেকে ২০২৪ এসএসসি ব্যাচের বোর্ড চ্যালেঞ্জ করার বিসয়ে বিস্তারিত নিওম জানতে পেরেছেন।

সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালবাসা। মনে রাখবা জীবনে অসম্ভব কিছু না।

রেজাল্ট চেক এবং মার্কশিট দেখার নিয়ম সহ পড়াশোনা সম্পর্কিত সকল বিষয়ে জানতে Education Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে  Dainik kantha ভিজিট করুন।

আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

38 thoughts on “বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ । এসএসসি খাতা পুন নিরীক্ষণ ২০২৪”

    • সাধারণত বোর্ড চ্যালেঞ্জ আবেদনের শেষ দিন থেকে এক মাস পরে বোর্ড চ্যালেঞ্জ এর পুনঃ ফলাফল দেওয়া হয়। তবে এবছর এক মাসের কম সময়েও দেওয়া হতে পারে।

      নিয়মিত আপডেট রাখলেই জানতে পারবেন।

      Reply
      • Vaiya ami Abar ssc exam diyaci ajke ssc o somoman er fol prokhas hoice.. ami Voi cilo ami math er McQ te feil jabo kintu ami feil jai nai B great a pass Koreci .. 4 ta subject a A+ akta te A- r aktate A.. abog 3 ta b ..r 2 ta c… kintu durvagobosoto ami vugol a feil Koreci jetate feil korar kothai na mathai aksh vegge porece. Amar sob freind pass korece abog amar theke kharap taraw . Ami ata mene nite parci na je ami vugol a feil Koreci..to sobai amake aktai kotha bolce khata call Korte .. ami aktu jante cai. Ami ki pass Korbo r kobe ai fol prokhas korbe .. jodi aktu bolten onek upokar hoto

        Reply
        • প্রথমেই আপনার ধৈর্য্য ধরে মাথা ঠান্ডা রেখে খাতা কল বা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এবং বুঝতে হবে।

          এমন হাজারো ঘটনা আছে যে ফেল করা বিষয়ে খাতা কল করায় এ+ আসছে।

          তাই হতাশ হবেন নাহ্।

          খাতা কল বা বোর্ড চ্যালেঞ্জ এর নোটিশ শিক্ষা বোর্ড থেকে আজ কালের মধ্যে দিয়ে দিবে। সেখানে নির্ধারিত সময় উল্লেখ থাকবে।

          ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ এর নোটিশ দেওয়া মাত্র এই পোস্টে আপডপট জানানো হবে।

          আর খাতা কলের আবেদন এর নিয়ম এই পোস্ট থেকেই জানতে পারবেন।

          সবকিছু মিলিয়ে ধৈর্য্য দরুন, নিজেকে শান্ত রাখুন। মনে রাখবেন রেজাল্ট খারাপ মানেই সবকিছু শেষ না।

          পরবর্তী আপডেট পেতে আমাদের এই পোস্টে নজড় রাখুন।

          ধন্যবাদ।

          Reply
  1. বোড চ্যালেন্জ রেজাল্ট বাহির হওয়ার কতো সময় (দিন) এর মধ্যে করতে হয়?

    Reply
    • রেজাল্ট পাবলিশ হওয়ার পরদিন থেকে অর্থাৎ, ২৯/১১/২০২২ থেকে ০৫/১২/২০২ পর্যন্ত এসএসসি ২০২২ এর বোর্ড চ্যালেঞ্জ করার সময় নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আপনি আপনার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলেই বিস্তারিত জানতে পারবেন।

      সহজ ভাবে বললে রেজাল্ট পাবলিশের পর থেকে সাত দিনের মধ্যে এই আবেদন করতে পারবেন। তবে দু একদিন আগে করা ভালো। কারণ সার্ভার জনিত সমস্যায় পরতে পারেন।
      আর বোর্ড চ্যালেঞ্জ করার সম্পুর্ণ নিয়ম এই পোস্টে উল্লেখ করা আছেহ্।

      -ধন্যবাদ।

      Reply
    • জ্বি Naba. বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কলেজে এডমিশনের আহেই প্রকাশ করবে স্ব স্ব শিক্ষা বোর্ডগুলো।

      ধম্যবাদ।

      Reply
    • জ্বি Naba. বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কলেজে এডমিশনের আগেই প্রকাশ করবে স্ব স্ব শিক্ষা বোর্ডগুলো।

      ধন্যবাদ।

      Reply
    • Sami, না বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনার নাম্বার কোনো কারণে কমলে তা কমানো হবে নাহ্। বোর্ড চ্যালেঞ্জ এ শুধু মাত্র নাম্বার বাড়লে তবেই রেজাল্ট পরিবর্তন হয়।

      আরও সহজ ভাবে বললে, বোর্ড চ্যালেঞ্জ এ শুধু মাত্র নাম্নার বাড়ার মাধ্যমেই নাম্বার পরিবর্তিত হয়। কখনো প্রথম বারের নাম্বার থেকে কমানো হয় নাহ্।

      আশা করছি বুঝতে পারছেন।

      ধন্যবাদ।

      Reply
  2. ২০২২ এর কলেজের ভর্তির আবেদন ৮ ডিসেম্বর থেকে শুরু। আবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিতে ১ মাস লাগে৷ সেক্ষেত্রে কোনো কলেজে আবেদন করার পর যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরিবর্তন হয় তাহলে কি পুনরায় আবেদন করতে হবে?

    Reply
    • এবছর বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট দিতে একমাস সময় নেওয়া হবে না। খুব অল্প সময়ের মধ্যে রেজাল্ট দিবে।আপডেটঃ চলতি বছরের ২৫ ডিসেম্বর বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল অর্থাৎ পুনঃ নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে।

      এসএসসি পরীক্ষা ২০২২ এ যারা পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করছেন তাদের ফল পরিবর্তন হলে শুধু মাত্র ২৬ ডিসেম্বর ২০২২ একদিন তারা ভর্তির আবেদন করতে পারবেন।

      তবে যারা পাশ করেছে কিন্তু রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদেরকেও ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

      -ধন্যবাদ।

      Reply
    • দুঃখিত। আপনি আপনার খাতা নিজে আর দেখতে পারবেন না। আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে খাতা পুন নিরীক্ষণ করাতে পারেন।

      বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা হয়,

      ১) খাতার সকল প্রশ্নের উত্তরে নাম্বার দেওয়া হয়েছে কি না।
      ২) প্রাপ্ত নাম্বার যোগ করা ঠিক আছে কি না।
      ৩) প্রাপ্ত নাম্বার খাতার কভার পেজে লেখা ঠিক আছে কি না।

      এখন পর্যন্ত বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের নিয়ম এটি। আপনি ধৈর্য ধরুন। নিজেকে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া শিক্ষার্থীদের একটি বড় গুন। আপনার জন্য শুভকামনা।

      Reply
  3. এইচএসসি ২০২২, ইংরেজি চ্যালেঞ্জ করতে চাই, সাবজেক্ট কোড কত বসাবো?
    শুধু ১০৭? নাকি ১০৭,১০৮ দুটোই। দয়াকরে, জানাবেন।

    Reply
    • 107, 108 এভাবে লিখবেন। আবেদন করতে অবশ্যই টেলিটক সিম লাগবে। আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে এই সেবা পাবেন। এছাড়া আপনি নিজেও করতে পারবেন।/

      Reply
  4. আমি একটা বিষয় জানতে চাই HSC রেজাল্টে একটা বিষয় এ ফেইল আসচে, আর ফেইল আসার কনো কথায় না বোর্ড চ্যালেঞ্জ করার পরেও কনো রেজাল্ট আসে নাই এখন যদি সরাসরি বোর্ডে গিয়ে ম্যানুয়ালি খাতা রিচেক দেওয়ার কনো ব্যবস্থা আছে?অথবা বোর্ডের চেয়ারম্যান এ এই বিষয় এ কনো ভাবে হেল্প করে রেজাল্ট নিয়ে আসতে পারবে????

    Reply
    • দুঃখিত। বোর্ড চ্যালেঞ্জ করার পরেও রেজাল্ট পরিবর্তন না হলে আর কোনও উপায় নাই যেভাবে আপনি রেজাল্ট পরিবর্তন করতে পারেন।

      স্বয়ং বোর্ড প্রধান নিজে চাইলেও বোর্ডের আইন অনুযায়ী এটা সম্ভব না। সে ক্ষেত্রে আপনাকে পরের বছরে ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ নাম্বার পাইতে হবেহ।

      আপনার জন্য পরামর্শ রইলো, ২০২৩ এইচএসসি পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে। নিজেকে খারাপ পরিস্থিতি থেকে বের করা আনার জন্য পুণরায় প্রস্তুতি নিন।

      ছয় মাস এক বছরে এমন কচিহুই হবে না যার জন্য আপনি অনেক কিছু হারাবেন।

      আপনি চাইলে এই এক বছর বা ছয় মাসে অন্য কোনও স্কিল অর্জন করতে পারেন। এখন স্কিলড পার্সনের অনেক মূল্য।

      আশা করছি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।

      Reply
      • বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট আসলে কি কলেজে পুনরায় এপ্লাই করতে হবে?

        Reply
        • না। আপনি একবার ই আবেদন করবেন কলেজে ভর্তির জন্য। এবং সেটি প্রথম রেজাল্টের উপর নির্ভর করে।

          Reply
    • যাহাই recheck তাহাই challenge.

      এটি বোর্ড চ্যালেঞ্জ এর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতার মার্ক্স গণনা করা হবে।

      তবে রেজাল্ট পরিবর্তন হতে পারে যদি শিক্ষকরা মার্কস গণনায় ভুল করে। বিস্তারিত পোস্টে উল্লেখিত।

      ধন্যবাদ।

      Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.